টাট্টুকে আজ আনতে দিলাম-ভিডিও
আবৃত্তি-হুমায়রা বিনতে রানা
*************👇****************
টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।
সন্ধ্যা সকাল যখন দেখো
দিচ্ছে ডিমে তা
ডিম ফুটে আজ বের হয়েছে
লম্বা দুটো পা।
উল্টে দিয়ে পানির কলস
উল্টে দিয়ে হাড়ি
আজব দু'পা বেড়ায় ঘুরে
গাঁয়ের যত বাড়ি।
সপ্তা বাদে ডিমের থেকে
বের হল দুই হাত
কুপি জ্বালায় দিনের শেষে
যখন নামে রাত।
উঠোন ঝাড়ে বাসন মাজে
করে ঘরের কাম
দেখলে সবাই রেগে মরে
বলে এবার থাম।
চোখ না থাকায় এ দুর্গতি
ডিমের কি দোষ ভাই
উঠোন ঝেড়ে ময়লা ধুলায়
ঘর করে বোঝাই।
বাসন মেজে সামলে রাখে
ময়লা ফেলার ভাঁড়ে
কাণ্ড দেখে টাট্টু বাড়ি
নিজের মাথায় মারে।
শিঙের দেখা মিলল ডিমে
মাস খানিকের মাঝে
কেমনতর ডিম তা নিয়ে
বসলো বিচার সাঁঝে।
গাঁয়ের মোড়ল পান চিবিয়ে
বলল বিচার শেষ
এই গাঁয়ে ডিম আর রবে না
তবেই হবে বেশ।
মনের দুখে ঘর ছেড়ে ডিম
চলল একা হেঁটে
গাছের সাথে ধাক্কা খেয়ে
ডিম গেলো হায় ফেটে।
গাঁয়ের মানুষ একসাথে সব;
সবাই ভয়ে হিম
ডিম ফেটে যা বের হল তা
হাট্টিমাটিম টিম।
হাট্টিমাটিম টিম-
তারা মাঠে পারে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমাটিম টিম।
I let the pony come today
Beans from the market
I forgot to buy it
A big egg.
Said it got free
Didn't take any price
When it erupts, the tiger's shadow will come out
Will do housework.
Look at the evening when the morning
Giving it to the egg
The eggs hatched today
Two long legs.
Inverted water jug
Inverted bones
Strange two-legged walk around
As many houses in the village.
From eggs except for a week
Two hands came out
Kupi burns at the end of the day
When named night.
Wash the dishes in the yard
Housework
Everyone gets angry when they see it
Let's stop now.
This misfortune is due to lack of eyes
What's wrong with eggs, brother?
The yard is dusted
I mean house.
The dishes are kept on the table
Dirty clown
Seeing the pony house
Murray on your own head.
The horn is seen in the egg
In a few months
What kind of egg
The trial took place in the evening.
The village chief chewed the drink
Said the trial is over
Eggs will no longer hatch in this village
Then it will be quite.
Eggs leave the house in grief
Let's walk alone
Collided with a tree
The egg burst.
The people of the village all together;
Everyone is scared
What came out of the egg
Hattimatim team.
Hattimatim Team-
They can lay eggs in the field
Their two erect horns
They are a hot team.
No comments
Please do not any spam in the comments Box.