নিউজ চ্যানেল দেবো
আব্বুজি
আব্বুজি,,, তুমি অফিস ফেরত একলা থাকার সময় পেলে
আমার কথা ভাবো ?
নাকি শুধু মনের ভিতর পাক খেয়ে যায় সকাল দুপুর
ফার্স্ট-টার্মের ইংরাজিতে ক’নম্বর পাবো !
আমার কথা ভাবো ?
নাকি শুধু মনের ভিতর পাক খেয়ে যায় সকাল দুপুর
ফার্স্ট-টার্মের ইংরাজিতে ক’নম্বর পাবো !
মা আমাকে সারাটা দিন কানের কাছে ভ্যানর ভ্যানর
ভাল্লাগে না জানো ?
তাজরিয়ান, তোয়ান ও মায়শা যদি দু-নম্বর বেশিই পেলো আমার চেয়ে
টম অ্যান্ড জেরি দেখা আমার বন্ধ হবে কেন ?
ভাল্লাগে না জানো ?
তাজরিয়ান, তোয়ান ও মায়শা যদি দু-নম্বর বেশিই পেলো আমার চেয়ে
টম অ্যান্ড জেরি দেখা আমার বন্ধ হবে কেন ?
আব্বুজি,,, তুমি সময় বুঝে মা-কে একটু বুঝিয়ে বোলো.....
আমার দিকটা ভেবো,,,!!!
আমার দিকটা ভেবো,,,!!!
সত্যি বলছি এবার থেকে যখন তোমার ইচ্ছে হবে,,,
কার্টুন চ্যানেল পাল্টে তোমায় নিউজ চ্যানেল দেবো;,,,!!!
কার্টুন চ্যানেল পাল্টে তোমায় নিউজ চ্যানেল দেবো;,,,!!!
Abuji
Abuji, when you get back to the office to be alone
Think of me?
Or just the mind gets twisted in the morning and afternoon
How many numbers in first-term English!
My mother has been listening to me all day
Don't you know?
If Tazarian, Towan and Maysha got two more numbers than me
Why would I stop seeing Tom and Jerry?
Abuji ,,, you understand the time, explain a little to mother .....
Think of me ,,, !!!
Honestly, from now on, whenever you want,
I will change the cartoon channel and give you the news channel; ,,, !!!
No comments
Please do not any spam in the comments Box.