বিশেষ মানুষ
|
হুমায়রা বিনতে রানা |
সময় এখন স্বাভাবিক নয়। করোনাকালীন এ সময়ে স্বাভাবিক মানুষের নাভিশ্বাস উঠে গেছে দু-দণ্ড বাইরের বাতাসের জন্য। সেখানে আমাদের বিশেষ শিশুরা কেমন আছে? তাদের নিয়ে কী বাবা-মায়ের যুদ্ধটা আরও বেশি। কথা হয়েছে বেশ কয়েকটি পরিবারের সঙ্গে। যাদের ঘরে আছে এমন বিশেষ শিশু। বিশেষ মানুষ।
শিশুদের এরূপ অবস্থাকে সর্বপ্রথম পল ইউজেন ব্লু লার নামের একজন চিকিৎসক ১৯১২ সালে এই সমস্যার নামকরণ করেন 'অটিজম', যার বাংলা প্রতিশব্দ 'আত্মমগ্ন ব্যক্তি'। সর্বদা নিজেকে নিয়েই মগ্ন থাকা যার পছন্দ এবং খুব কম ক্ষেত্রেই সে অন্যের সঙ্গে ভাববিনিময়ের চেষ্টা করে।
আমাদের মনে রাখতে হবে অটিজম আক্রান্ত ব্যক্তির বিকাশ স্বাভাবিক ধারায় হয় না। এ ধরনের আক্রান্ত ব্যক্তিদের একই রকমের সমস্যা থাকে। এক, ভাষাগত সমস্যা; সে কখনও মনের ভাব পুরোমাত্রায় প্রকাশ করতে পারে না। দুই, অপরের সঙ্গে সামাজিক সম্পর্ক গড়তে পারে না। স্বাভাবিক শিশুদের যেখানে পরিমিত সময়ে সামাজিক আদব-কেতা, বন্ধুত্ব, সোহাগ ও দুঃখবোধ কাজ করে, তাদের বেলায় তেমনটি দেখা যায় না। তিন, একই কাজ বার বার করার প্রবণতা।
আজকের এই বিশ্বের না-মানা চরম বাস্তবতা 'করোনা' সংক্রমণ প্রতিরোধে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সব মানুষ আজ বেশিরভাগ ঘরে বন্দি। যাকে আমরা নাম দিয়েছি লকডাউন। করোনায় লকডাউনে যেখানে স্বাভাবিক মানুষের জীবন নিত্যদিন দুর্বিষহ হয়ে উঠছে, সেখানে কোনো পরিবারে যদি অটিজমে আক্রান্ত শিশু থাকে, তাহলে অনেকাংশে তাকে সামলানো আরও কঠিন। তবে করোনায় লকডাউনের এই সুযোগ অটিজমে আক্রান্ত শিশু পরিবারে সমস্যার পাশাপাশি কিছু সুযোগও এনে দিয়েছে, যা তার অটিজমের মাত্রা সহনশীল পর্যায়ে রাখতে পরিবারের সদস্যরা, বিশেষত মা-বাবা কাজে লাগাতে পারেন। ছুটির এ সময়ে মা-বাবা বা পরিবারের অন্য সদস্যরা তাদের জন্য নিয়মিত তিনটি কাজ করতে পারেন, যা বিজ্ঞানসম্মত, বহুল পরীক্ষিত এবং সহজসাধ্য। এক, অটিজমে আক্রান্ত শিশুর আচরণ পর্যবেক্ষণ, বিশ্নেষণ এবং এর পরিপ্রেক্ষিতে কিছু উদ্যোগ গ্রহণ, যা কিছু চিরায়ত অগ্রহণযোগ্য বৈশিষ্ট্য তার পরিবর্তন করতে পারবেন। আপনি কিংবা আপনার পরিবারের শত কাজের ভিড়ে হয়তো এত দিন কাজের মানুষ, ডাক্তার, অটিজমের সঙ্গে সংশ্নিষ্ট পেশাজীবীদের সঙ্গে পরামর্শ, ক্ষেত্র বিশেষে চিকিৎসা করানোই ছিল রুটিন কাজ। এখন সময় সন্তানকে দেওয়ার। প্রথমে তার আচরণ নিবিড়ভাবে এক সপ্তাহ পর্যবেক্ষণ করতে হবে।
অটিজম বিশেষজ্ঞরা এবিসি থেরাপির মাধ্যমে শিশুদের চালনা করেন। এখানে এ হলো পূর্বগামী কারণ। অর্থাৎ মাটিতে গড়াগড়ি বা ঘরের কোণে দাঁড়িয়ে থাকা। এর পূর্ববর্তী কারণ ছিল, আপনি তাকে খাবারের কথা বলছিলেন। এটি হলো 'এ'। খাবারের কথা বলার কারণে তার প্রকাশিত আচরণ হলো, ঘরের কোণে বা মাটিতে গড়াগড়ি দেওয়া। এর নাম হলো 'বি'। দোলনায় চড়তে দিলে ফিরে এসে সে জামা পরে, ভাত খায় এবং ঘুমাতে যায়। এটি হলো বলবর্ধক বা ফল। এর নাম 'সি'। সুতরাং পূর্বগামী কারণ, ফলস্বরূপ প্রকাশিত আচরণ এবং ফলাফল। অটিজমে আক্রান্ত শিশুর আচরণ পরিবর্তনের এই তিন ধাপকে বলে এবিসি বা Antecedent, Behavior, Consequence. সাধারণত যেসব অটিস্টিক শিশুর কিছু আচরণ গ্রহণযোগ্য নয়, যেমন হাত দোলানো, পায়ের ওপর ঘোরা, কিছু হলেই হাত দিয়ে মুখ ঢেকে রাখা, একই কাজ বারবার করা সেগুলো নির্মূল করার জন্য এবিসি থেরাপি করোনায় গৃহবন্দি সময়ে টেস্ট করে দেখতে পারেন।
এই সময়টাতে আপনি পরিবারের বিশেষ শিশুকে দিতে পারেন মিউজিক থেরাপি। মিউজিক থেরাপি একটি সংবেদনশীল ও অভিজ্ঞতানির্ভর প্রশিক্ষণ কৌশল, যা অটিজমে আক্রান্ত শিশুর আচরণ ও পেশাগত দক্ষতায় পরিবর্তন আনতে পারে। বাড়িতে কিছুদিন সংগীত উদ্দীপক হিসেবে কাজ করালে আপনি একদিন লক্ষ্য করবেন, আপনার শিশু বহুসংখ্যক ছড়া ও গান মুখস্থ করে ফেলেছে। কিংবা লক্ষ্য করবেন, আপনার সন্তান অনেক গানের সুর আয়ত্ত করে তা বিভিন্ন স্থানে প্রয়োগ করে গানের সুর সংযোজন করতে পারবে। এ ছাড়া আপনি প্রয়োগ করতে পারেন আর্ট থেরাপি। অটিজম নিরাময়ে চিত্রাঙ্কন একটি বিশেষ মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। অটিস্টিক শিশুর ভেতর লুকিয়ে থাকা অপার সম্ভাবনাগুলো খুঁজে বের করা এবং সেগুলো বিকাশে সহযোগিতা প্রদানে মা-বাবার সচেতনতার কোনো বিকল্প নেই।
ডা. লারিসা হারস এমডি শিশুদের আচরণ ও শৃঙ্খলা শেখানোর জন্য নয়টি টিপস দিয়েছেন। এগুলো হলো : সিদ্ধান্তে স্থির থাকা, শিশুর অবস্থা সম্পর্কে ভালোভাবে জানা, প্রত্যাশা ব্যাখ্যা করা, পুরস্কার দেওয়া, সহজ ভাষা ব্যবহার করা, প্রশংসা করা, রুটিন তৈরি করা, নিজের ওপর ভরসা রাখা এবং শিশুকে বিশ্বাস করা।
আমাদের দেশে সরকার, মিডিয়া এবং সংশ্নিষ্ট পেশাজীবীরা বিশেষ শিশুর পিতা-মাতার কষ্ট ও অসহায়ত্ব লাঘবে এগিয়ে আসতে পারেন। টেলিভিশন চ্যানেলগুলো অকুপেশনাল ও স্পিচ থেরাপিস্টদের নিয়ে নিয়মিতভাবে অনুষ্ঠান প্রচার করতে পারেন, যেখানে থেরাপিস্টরা হাতে কলমে থেরাপি প্রদর্শন করবেন আর বাসায় বাচ্চার বাবা-মা বা পরিবারের অন্য কেউ তা অনুসরণ করে থেরাপি দেবেন। যে থেরাপিগুলো থেরাপিস্ট ছাড়া অন্যরাও দিতে পারেন সেগুলোই দেখানো হবে।
করোনাভাইরাসের এই সময়টাতে শিশুদের তার পরিবারের সদস্যদেরই যতটা পারা যায় সময় দিতে হবে। যত্ন করতে হবে। যে পরিস্থিতি স্বাভাবিক মানুষের জন্যই দুর্বিষহ, এসব বিশেষ শিশু ও তাদের পরিবারের জন্য সময়টা এখন কত কঠিন। পরিবারের অন্য সদস্যদের তাই এই সময়টাতে সন্তানের প্রতি আরও মনোযোগ দিতে হবে।
Special people
|
হুমায়রা বিনতে রানা |
Time is not normal now. At this time of the Corona period, the navel of a normal person has risen for the two-bar outside air. How are our special children there? The parents' war with them is even more. Talked to several families. Special children who are at home. Special people.
Paul Eugene Blue Lawr, the first physician to treat such a condition in children, named the problem 'autism' in 1912, the Bengali synonym for 'self-absorbed person'. He always likes to be engrossed in himself and in very few cases he tries to communicate with others.
We need to keep in mind that people with autism do not develop normally. Such infected people have similar problems. One, linguistic problems; He can never fully express his feelings. Two, cannot build social relationships with each other. This is not the case with normal children where social etiquette, friendship, affection and grief work in moderation. Three, the tendency to do the same thing over and over again.
The extreme reality of today's world is that all people today, whether willingly or unwillingly, are confined to their homes to prevent the 'corona' infection. Which we have named Lockdown. In Corona Lockdown, where normal human life is becoming increasingly miserable, if a family has a child with autism, it is much more difficult to manage. However, this opportunity of lockdown in Corona has brought some problems to the family of children with autism, which can be used by family members, especially parents, to keep their autism levels at a tolerable level. During the holidays, parents or other family members can do three regular tasks for them, which are scientific, widely tested and easy to do. One is to observe, analyze the behavior of a child with autism and take some initiatives in this regard, which can change some of the classically unacceptable features. You or your family in the crowd of hundreds of work for so many days working people, doctors, consultation with professionals associated with autism, field treatment was a routine work. Now is the time to give to the child. First his behavior needs to be closely monitored for a week.
Autism specialists also treat children with ABC therapy. Here is the reason behind it. That is, rolling on the ground or standing in the corner of the house. The previous reason was, you were talking to him about food. This is 'A'. Speaking of food, his manifest behavior is to roll in the corner of the house or on the ground. Its name is 'B'. When he was allowed to climb on the cradle, he came back, put on his clothes, ate rice and went to sleep. It is a tonic or fruit. Its name is 'C'. Thus the preceding cause, the resulting revealed behavior and the result. These three steps to change the behavior of a child with autism are called ABC or Antecedent, Behavior, Consequence. ABC Therapy Corona may try to eliminate some behaviors that are generally unacceptable in autistic children, such as shaking hands, rolling on the feet, covering the face with the hands whenever possible, and doing the same thing over and over again.
During this time you can give music therapy to the special child of the family. Music therapy is a sensitive and experiential training strategy that can change the behavior and professional skills of a child with autism. If you work as a music stimulant at home for a while, you will one day notice that your child has memorized a large number of rhymes and songs. Or you may notice that your child can master many melodies and apply them in different places. In addition you can apply art therapy. Painting is used as a special medium to cure autism. There is no substitute for parental awareness in discovering the endless possibilities hidden within an autistic child and helping to develop them.
Dr. Larissa Horse MD offers nine tips for teaching children behavior and discipline. These are: persistence in decision making, knowing the child's situation well, explaining expectations, giving rewards, using simple language, praising, creating routines, trusting oneself and trusting the child.
In our country, the government, the media and the concerned professionals can come forward to alleviate the suffering and helplessness of the parents of a special child. Television channels can regularly broadcast programs with occupational and speech therapists, where the therapists will demonstrate hand-to-hand therapy, followed by the child's parents or someone else in the family. Therapies that can be given by anyone other than the therapist will be shown.
During this time of coronavirus, children need to give their family members as much time as possible. To be taken care of. That situation is miserable for normal people, how difficult the time is now for these special children and their families. Other family members therefore need to pay more attention to the child during this time.
No comments
Please do not any spam in the comments Box.