WELCOME TO MORAL STORY

The stories carefully and apply the Moral learned through the stories in their everyday life.

Moral Story

দেশের শীর্ষ শিল্পগ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বড় ভাই আরেক বার প্রমাণিত করলেন টাকা দিয়ে সব হয়না, -চট্রগাম

সঠিক মানুষের দ্বারা সঠিক সিদ্ধান্ত দরকার
করোনা আক্রান্ত গ্রাস করল কলকাতাকে ...
ছোট ভাইকে তীব্র শ্বাসকষ্টে আইসিইউ বেডে নেয়া হয় আগে। ঘন্টা কয়েকের ব্যবধানে বড় ভাইর শ্বাসকষ্ট চরমে উঠে। বাঁচার জন্য আকুলি বিকুলি করছেন তিনি। কিন্তু হাসপাতালের দশটি আইসিইউ-ভেন্টিলেশনের সবগুলোতেই রোগী। সবারই শ্বাসকষ্ট। সবাই একটু অক্সিজেন চান। সবাই একটু শান্তিতে নি:শ্বাস নিতে চান। শান্তিতে বাঁচতে চান। কিংবা মরলেও শান্তিতে মরতে। কার মুখ থেকে ভেন্টিলেশন খুলে কার মুখে দেবেন ! সবারই যে বাঁচার আকুতি !! সবারই যে আকুলি বিকুলি !!!
বড় ভাই এর কষ্ট বাড়ছে। এক একটি শ্বাস যেন হাজার মন ওজনের এক একটি পাথর। রিং বসানো হার্ট এত ভার সইবে কি করে!!! এক পর্যায়ে ছোট ভাই এর ভেন্টিলেশন খুলে দেয়া হলো বড় ভাইকে। তিনি কিছুটা শান্তি পেলেন। কিন্তু ভয়াল যে ধকল গেছে তা আর কাটিয়ে উঠতে পারলেন না । মারা গেলেন।

এটি কোন সাধারণ মানুষের ঘটনা নয়। দেশের শীর্ষ শিল্প গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বড় এবং ছোট দুই ভাইয়ের বেলায় ঘটে যাওয়া ঘটনা। বড় ভাই মারা গেলেন। ছোট ভাইকে আবার আইসিইউ দেয়া হয়েছে।
সময়মতো আইসিইউ-ভেন্টিলেশন সুবিধা নিশ্চিত করা গেলে এভাবে ঘটনাটি লিখতে হতো না। কিন্তু চট্টগ্রামে আইসিইউ ভেন্টিলেশন সুবিধা পর্যাপ্ত নেই। এস আলম গ্রুপের পরিচালকের বেলায় গতকাল যা ঘটলো ঠিক একই ঘটনা কাল অন্য কোন শিল্পপতির বেলায় ঘটতে পারে। ঘটতে পারে আমার বা আমাদের বেলায়ও। ভয়াল সেই দিনটি কেবলই যেন কাছে আসছে। ধেয়ে আসছে।
এস আলম গ্রুপ চাইলে চোখের পলকে কয়েক হাজার আইসিইউ-ভেন্টিলেশন বেড কিনতে পারতো। পারে। অথচ একটি মাত্র বেডের অভাবে ভয়াবহ কষ্ট নিয়ে তাদের পরিবারের এক অভিভাবক মারা গেলেন। হাজার হাজার কোটি টাকার ব্যাংক, পাওয়ার প্ল্যান্ট, গাড়ি, বাড়ি সহায় সম্পদ সবই যেন অর্থহীন হয়ে গেল।আহা, এই কষ্ট কি প্রাণে মানে !!!!
চট্টগ্রামের মাননীয় শিল্পপতিবৃন্দ, বাড়িতে ঢুকে গেছে বিপদ। কড়া নাড়ছে দুয়ারে। যখন তখন ছোবল মারবে করোনা। এবার কিছু করুন। আরো বহু আগেই করার দরকার ছিল। অনেক কিছু করারও ছিল। করেন নি। করার সময় হয়তো পান নি। কিন্তু আর সময় নেই। এবার কিছু করুন। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের শহরের জন্য সর্বোপরি মানুষের জন্য এগিয়ে আসুন। প্লিজ।
লেখাঃ হাসান আকবর, চিফ রিপোর্টার দৈনিক আজাদী
Image may contain: one or more people and indoor

The right decision is needed by the right people
The younger brother was taken to the ICU bed with severe shortness of breath earlier. Within a few hours, the elder brother's shortness of breath became extreme. He is desperate to survive. But patients in all ten ICU-ventilation hospitals. Everyone is short of breath. Everyone wants a little oxygen. Everyone wants to breathe a little peace. Want to live in peace. Or to die in peace. Who will open the ventilation from the mouth of the car! Everyone wants to live !! Everyone is anxious !!!
Big brother's troubles are growing. One breath is like a stone weighing a thousand minds. How can a heart with a ring be so heavy !!! At one stage the younger brother's ventilation was opened to the older brother. He found some peace. But he could not overcome the terrible shock. Died.
This is not an ordinary human event. The incident happened to the elder and younger brothers of the chairman of S Alam Group, the country's top industrial group. The older brother died. The younger brother has been given ICU again.
If the ICU-ventilation facility had been ensured in time, the incident would not have been recorded in this way. But ICU ventilation facilities in Chittagong are not adequate. The same thing that happened yesterday as the director of S Alam Group could happen to any other industrialist tomorrow. It can happen to me or to us. That terrible day is just approaching. Running.
S Alam Group could have bought a few thousand ICU-ventilation beds in the blink of an eye. Can However, one of the guardians of their family died due to lack of a single bed. Thousands of crores of rupees in banks, power plants, cars, home resources all became meaningless. Aha, what is the meaning of this trouble !!!
Honorable industrialists of Chittagong, danger has entered the house. The doorbell rang. When you do not hit the chobal. Now do something. Much more needed to be done. There was a lot to do. Didn't. Maybe not got the time to do. But there is no more time. Now do something. Come forward for yourself, for your family, for your city, above all for the people. Please.
Written by Hasan Akbar, Chief Reporter, Daily Azadi

No comments

Please do not any spam in the comments Box.